ঢাকা - মার্চ ৩০, ২০২৩ : ১৬ চৈত্র, ১৪২৯

মোবাইলে পানি ঢুকলে করণীয়

বাংলাদেশ২৪অনলাইন ডেস্ক
মার্চ ১৯, ২০২৩ ১০:১২
১৫ বার পঠিত

আমাদের জীবনের চলার সঙ্গী মোবাইল। বর্তমানে এটা আমাদের সবচেয়ে প্রিয় বন্ধুতে পরিণত হয়েছে। মোবাইল ছাড়া চলা যেন প্রায় অসম্ভব। ধরুন আপনার এ প্রিয় বন্ধুটি যদি কখনো পানিতে পড়ে যায়, তখন আপনি নিশ্চয়ই চিন্তায় পরে যাবেন। তাই আপনার চিন্তা দূর করতে জানাবো মজার কিছু টিপস। আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকে পানি বের করতে পারবেন।

চলুন তাহলে জেনে নেওয়া যাক যাদুকরী সেই টিপসগুলো-

পানিতে পড়লে বা ভিজে গেলে প্রথমেই স্মার্টফোন দ্রুত বন্ধ করতে হবে। স্মার্টফোন বেশি ভিজে গেলে ভেতরে থাকা পানি দ্রুত বের করতে হবে। এজন্য বেশ সতর্কভাবে স্মার্টফোনের ইয়ারফোন বা চার্জ করার পোর্ট নিচে রেখে সাবধানে পানি বের করতে হবে। তবে কোনোভাবেই স্মার্টফোনে ঝাঁকি দেওয়া যাবে না।

পানি বের করার পর নরম তোয়ালে দিয়ে স্মার্টফোন সাবধানে মুছে নিতে হবে। এরপর স্মার্টফোনটি শুকনা চালের মধ্যে ন্যূনতম ৪৮ ঘণ্টা রেখে দিন। এরপর আর্দ্রতা কমাতে সিলিকা জেলের প্যাকেটসহ স্মার্টফোনকে বাতাস নিরোধক পাত্রে বা ব্যাগে রাখতে হবে। এরপর কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন। যদি কোথাও অল্প পানি থেকে যায় তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে। এরপরও যদি ফোন চালু না হয় তাহলে ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যান।

ভেজা অবস্থায় স্মার্টফোন কখনোই চার্জ করা যাবে না। এর ফলে স্মার্টফোনের লজিক বোর্ডে শর্টসার্কিট হতে পারে এবং বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই পুরোপুরি না শুকিয়ে স্মার্টফোন চালু বা চার্জ করা যাবে না।

তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া



মন্তব্য