চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে স্থানীয় আইনজীবী এস.এম আবদুর রউফকে সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এস.এম হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ বাংলাদেশ- এর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মলেন থেকে এ কমিটির ঘোষণা দেন পরিষদটির মহাসচিব কাজী রফিকুল ইসলাম। তার আগে সম্মেলনে নাম ও পদবীসহ একটি খসড়া কমিটি প্রস্তাব করা হয়।
সম্মেলনে উপস্থিত সব কাউন্সিলর প্রস্তাবিত কমিটির বিষয়ে পূর্ণ সমর্থন জানায়। এরপরই সম্মেলনে উপস্থিত পরিষদটির কেন্দ্রীয় নেতাসহ চেয়ারম্যানের অনুমোদন নিয়ে ঘোষণা দেওয়া হয় এ কমিটি।
২৫ সদস্য বিশিষ্ট কমিটির উল্লেখযোগ্যরা হচ্ছেন- সহসভাপতি খন্দকার বজলুল করিম খাকছার, সহসভাপতি মো: আবদুল গফুর মাস্টার, কোষাধ্যক্ষ মো: রবিউল করিম রবি, যুগ্ন সাধারণ সম্পাদক মো: আসনদুজ্জামান ( আসাদ) এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর মোহাম্মদ।
এদিকে সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহবায়ক আইনজীবী এস. এম আব্দুর রউফ। শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করা হয়। ছিল ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, সাংগঠনিক প্রতিবেদন পাঠ ও অনুমোদন। প্রথম অধিবেশনে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন আহবায়ক।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন পরিষদটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও ’৭৫-এর সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা আব্দুস সামাদ পিন্টু। দ্বিতীয় অধিবেশনে ছিল কাউন্সিল। এ অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়।
এদিকে কাউন্সিল পূর্ব প্রথম অধিবেশনে আলোচনা সভায় বক্তব্য দেন- পরিষদটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিন্টু, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আজাহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ওয়াজেদ আলী খান, মহাসচিব কাজী রফিকুল ইসলাম, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, পরিষদটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া, কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গোলাম হোসেন ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফিরোজা পারভীন, আলমগীর মোহাম্মদ, প্রধান শিক্ষক আব্দুল গফুর মাষ্টার প্রমূখ।
এমকে