স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ের সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামকে ধরতে ইতোমধ্যে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। তাকে দেশে আনতে সবরকম চেষ্টা চলছে।
শনিবার (১৮ মার্চ) সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে এক অনুষ্ঠান যোগদান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের মাধ্যমে বরাবরই বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের দেশে আনা হয়। এক্ষেত্রেও চেষ্টা চলছে। তাকে ধরে আনা যৌক্তিক অবস্থায় আছে কিনা, সেটা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে বনানীতে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মো. মামুন এমরান খান হত্যা মামলার আসামি হচ্ছে এ আরাভ খান। হত্যাকান্ডের পর সে পালিয়ে গিয়ে ভারতে যায়। সেখান থেকে ভারতীয় পাসপোর্ট নিয়ে আরব আমিরাতের দুবাইয়ে বসবাস শুরু করেন।
এমকে