ঢাকা - মার্চ ৩০, ২০২৩ : ১৬ চৈত্র, ১৪২৯

ক্ষমতায় গেলে দেশকে আবার দেউলিয়া করবে বিএনপি: কাদের

বাংলাদেশ২৪অনলাইন
মার্চ ১৮, ২০২৩ ২০:৪৩
২৩ বার পঠিত

বিএনপি ক্ষমতায় গেলে দেশকে আবার দেউলিয়া করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, এ অপশক্তি সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক, জঙ্গিদের হাতে যাবে দেশ। সেটা হতে দেওয়া হবে না।

শনিবার (১৮ মার্চ) রাজধানী ঢাকার ওয়ারিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা সভায় এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ সভা হয়। বিএনপির দুটি গুণ— দুর্নীতি আর মানুষ খুন, বলেন ওবায়দুল কাদের ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দুর্নীতিতে পরপর পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের মুখে দুর্নীতির কথা মানায় না। দুর্নীতির বিরুদ্ধে তাদের কথা বলাটা হাস্যকর, লজ্জা শরম নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজ বিএনপি নেতাদের চুরি থেকে দেশকে বাঁচিয়েছেন শেখ হাসিনা। রাজনীতিকে দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক করেছেন।

ওবায়দুল কাদের এ সময় বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানান। বিএনপির উদ্দেশ্যে বলেন, ফাঁকা আওয়াজ দিয়ে জনপ্রিয়তা প্রমাণ করতে পারবেন না। পায়ের তলায় মাটি থাকলে নির্বাচনে এসে প্রমাণ করেন।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী সভাপতিত্ব করেন।আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

এমকে



মন্তব্য