ঢাকা - মার্চ ৩০, ২০২৩ : ১৬ চৈত্র, ১৪২৯

পঞ্চগড়ে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নার্স নিহত

বাংলাদেশ২৪অনলাইন
মার্চ ১৮, ২০২৩ ১৯:৩২
৪৭ বার পঠিত

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কুন্তিরানী রায় (২৭) নামের এক নার্স নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মরিয়ম আক্তার (৪০) নামের মাইক্রোবাসের একযাত্রী। দূর্ঘটনাটি শনিবার (১৮ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট চুলিয়ার মোড় এলাকায় ঘটে।

কুন্তিরানী রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী সরকার পাড়া এলাকার পিতৃময় কুমার বর্মনের স্ত্রী। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

আর মরিয়ম আক্তার বোদা উপজেলার শিকারপুর বারঘরিয়া এলাকার মানিক মিয়ার স্ত্রী। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাকে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ডিউটি শেষ করে সিএনজিতে (থ্রী হুইলার) দেবীগঞ্জ থেকে পামুলী সরকার পাড়া যাচ্ছিলেন। পথ দুর্ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় গাড়ী দুটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুন্তরানী রায়ের।

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক কামাল উদ্দিন বলেন,গাড়ী দুটি আটক করা হয়েছে।

মো.সম্রাট হোসাইন/এমকে



মন্তব্য