বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরে আসেন তৌহিদ হৃদয়। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয় তার। এরপর আইরিশদের বিপক্ষে আজ তাকে মাঠে নামালো বিসিবি। এখন দেখার বিষয় ওয়ানডেতে কেমন সেটাই দেখার বিষয়।
ঘরের মাঠে পছন্দের ফরম্যাট ওয়ানডেতে বরাবরই ফেভারিট বাংলাদেশ। তবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে পেরে ওঠেনি। ২-০-তে সিরিজ হেরেছে সাকিব-তামিমরা। তবে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে টাইগাররা। আইরিশদের বিপক্ষে সিরিজ জয় ভিন্ন অন্যকিছু ভাবছে না তামিম বাহিনী। সেই লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে তামিম ইকবালের দল।
আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।
চোখের আঘাত পাওয়ার কারণে আজকের একাদশে রাখা হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ:
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন ডেহোনি, গ্যারেথ ডেলানি, হ্যারি ট্যাক্টর, লোরকান ট্রাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডাইর ও গ্রাহাম হিউম।