দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হারে তামিমরা। টস হেরে ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬.৫ ওভারে ৮২ রান করেছে।
তামিম ইকবাল ৩, লিটন দাস ২৬ ও নাজমুল হাসান শান্ত ২৫ রানে আউট হয়েছেন।
এদিকে চোখের চোটের কারণে এ ম্যাচের একাদশে নেই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও আজ অভিষেক হয়ে গেল ব্যাটার তৌহিদ হৃদয়ের।
নিজেদের মাঠে ওয়ানডেতে বাংলাদেশ ফেভারিট। এরই মধ্যে সম্প্রতি ইংলিশদের টি-টোয়েন্টিতে ধবল ধোলাই করেছে টাইগাররা। তাই আইরিশদের বিপক্ষে এ ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ:
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন ডেহোনি, গ্যারেথ ডেলানি, হ্যারি ট্যাক্টর, লোরকান ট্রাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডাইর ও গ্রাহাম হিউম।