ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিকে গ্রেফতার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার হয়।
পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে স্বামীসহ তার বিরুদ্ধে ডিএমপির বাসন থানায় মামলাটি হয়।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. কামাল ও গাজীপুর গোয়েন্দা পুলিশের ডিসি মো. খলিলুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিশনার মো. কামাল বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, শুক্রবার (১৭ মার্চ) মামলাটি করেন জিএমপির বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া।
মামলায় ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে।
এদিকে মামলায় মাহির স্বামীর বিরুদ্ধে কয়েক কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ আনা হয়েছে।
বলা হয়েছে তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকা এবং খুন, অস্ত্র ও নারী নির্যাতনের মামলা রয়েছে।