রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেনীয় ভূখণ্ড থেকে বেআইনিভাবে শিশু ও মানুষকে রাশিয়াকে স্থানান্তরের অভিযোগে শুক্রবার (১৭ মার্চ) এ পরোয়ানা জারি হয়। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির পর এক প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক নারী মুখপাত্র বলেছেন, এ পরোয়ানার কোনও ধরনের তাৎপর্য নেই।
এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনে আক্রমণ চালানো রাশিয়া যুদ্ধাপরাধ ও নৃশংসতা চালানোর অভিযোগ একাধিকবার অস্বীকার করেছে। তাছাড়া তারা আইসিসিকে স্বীকৃতি দেয় না। ফলে রাশিয়ার বিচারের এখতিয়ার আদালতটির নেই বলে মনে করে দেশটি। এর আগে ২০১৬ সালে আইসিসি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় রাশিয়া।
এদিকে জাতিসংঘ মনোনীত তদন্ত দল রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে ইচ্ছাকৃত হত্যা, নির্যাতন এবং কিছু ক্ষেত্রে শিশুদের সামনে স্বজনদের ধর্ষণ এবং মৃতদেহের পাশে মানুষকে আটকে রাখার মতো অপরাধের অভিযোগ তুলেছে। ওদিকে ইউক্রেনে আক্রমণের পর থেকে নজিরবিহীন পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া।
এমকে