আরও খবর
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। দীর্ঘদিন থেকেই দূরে আছেন টেলিভিশন নাটক ও সিনেমা থেকে।
তবে এবার বহুদিনপর আবারও মঞ্চের জন্য কাজ করছেন এ গুণী অভিনেতা-নির্মাতা। ‘তীর্থযাত্রী’ শিরোনামের একটি নাটক নির্দেশনা দিচ্ছেন তিনি। এটি প্রযোজনা করছে নক্ষত্র।
জানা গেছে, ১৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স থিয়েটারের মূল মঞ্চে ‘তীর্থযাত্রী’র উদ্বোধনী প্রদর্শনী হবে।হুমায়ুন কবির রচিত ‘তীর্থযাত্রী তিনজন তার্কিক’ গ্রন্থ অবলম্বনে এটি সাজানো হয়েছে। নাটকের সংগীতায়োজন করছেন পিন্টু ঘোষ।
তৌকীর আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘নক্ষত্র একটি স্বাধীন শিল্পচর্চা ক্ষেত্র। নক্ষত্রের আমন্ত্রণে নিউইয়র্কের বিভিন্ন দলের নাট্যকর্মীরা এই নাটকে অংশগ্রহণ করছেন। এটি পরিবেশনার দায়িত্ব পালন করছে বাংলা সংস্কৃতি কেন্দ্র।’