তার সরকারের লক্ষ্য ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন-গৃহহীন থাকবে না, জর্জরিত হবে না দারিদ্র্যের কষাঘাতে। প্রতিটি মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করে এ দেশকে গড়ে তুলবো আমরা ।
শুক্রবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে এ সব কথা বলেন।
শিশুদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশে শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না কোনো শিশু। আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট জনগোষ্ঠী হিসেবে এ দেশটাকে গড়ে তুলবে। তারা যেন যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে, এটাই সরকারের লক্ষ্য।
সব শিশুকেই উন্নত মানবিক গুণাবলি সম্পন্ন হওয়ার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন- খেলাধুলা, শরীরচর্চা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, শিক্ষক ও অভিভাবকদের কথা মান্য করা এবং তাদের নিয়ম মেনে চলতে হবে প্রতিটি শিশুকে। শিশুরা যেন মানবিক ও অন্যের প্রতি সহানুভূতিশীল অনুভব নিয়ে গড়ে উঠে, সে দিকে নজর দিতে হবে।
খেলাধুলা ও শরীর চর্চার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলায় অংশগ্রহণ করলে শরীর, মন ভালো থাকবে। সবাই একটি আত্মবিশ্বাস নিয়ে গড়ে উঠবে।
শিশু প্রতিনিধি স্নেহা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল প্রমুখ।
এমকে