আরও খবর
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কামারখন্দে ১০ম জেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে। সরকারি হাজি কোরপ আলি মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশের উদ্বোধন করা হয় শুক্রবার (১৭ মার্চ)। ৪ দিনব্যাপী এ সমাবেশে জেলার মোট ৯৬টি বিদ্যালয় অংশ নিচ্ছে।
এদিকে উদ্বোধনের অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ স্কাউটের সিনিয়র অ্যাডভাইজার মোহসীন, সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজুয়ানুল, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা ও সিরাজগঞ্জ জেলা স্কাউটের কমিশনার ড. জান্নাত আরা তালুকদার হেনরি প্রমূখ।
এমকে