প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ড বাংলাদেশ দলের জন্য খুব বিপদজনক। কোন দলকে আমরা ভয় না পেলেও আমরা আয়ারল্যান্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছি না। ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে প্রস্তুতি নিয়েছি, তাদের বিপক্ষেও মানসিকতা একই।
শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটি ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ডকে কীভাবে দেখছেন প্রসঙ্গে এসব কথা বলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
হাথুরুসিংহে বলেন, আমরা সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। যখন সেরা ক্রিকেট খেলি তখন, যে কোনও দলকেই হারাতে পারি।
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করা টাইগাররা দারুণ আত্মবিশ্বাস নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। আইরিশদের বিপক্ষে সর্বশেষ ২০০৮ সালে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১০ সালে আয়ারল্যান্ড সফরে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছিল টাইগাররা। সে হিসেবে ১৩ বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে আরও একটি ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
এমকে