ঢাকা - মার্চ ৩০, ২০২৩ : ১৬ চৈত্র, ১৪২৯

নির্বাচনের জন্য এখন সংবিধান পরিবর্তন সম্ভব না: কাদের

বাংলাদেশ২৪অনলাইন
মার্চ ১৭, ২০২৩ ১৭:২৮
১৫ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এ মুহূর্তে সংবিধান পরিবর্তন করা সম্ভব নয় বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। বলেছেন, শাসনতন্ত্রে যেভাবে বলা আছে, ঠিক সেভাবেই ভোট হবে।

শুক্রবার (১৭ মার্চ) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। রাজধানী ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ওবায়দুল কাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি নাকচ করে ওবায়দুল কাদের বলেন, সংবিধানের আলোকেই আগামী নির্বাচন হবে। সংবিধানের কোনো সংশোধন বা পরিবর্তন কিছুতেই সম্ভব নয়।

এমকে



মন্তব্য