ঢাকা - মার্চ ৩০, ২০২৩ : ১৬ চৈত্র, ১৪২৯

অস্কারের মঞ্চে স্বামীর হাত ধরে নজর কাড়লেন মালালা

বাংলাদেশ২৪অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৩ ০৯:৪৭
১০ বার পঠিত

এরই মধ্যে নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়ে গেছে ৯৫তম অস্কার অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সোমবার অনুষ্ঠিত হয়েছিল এ অনুষ্ঠানটি। যেখানে বসেছিল তারার মেলা। জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রী থেকে প্রযোজক-পরিচালকসহ সংশ্লিষ্ট সবাই।

এবার অস্কারের তালিকায় নতুন সংযোজন পাকিস্তানের নোবেল জয়ী মালালা ইউসুফজাই। একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে নজর কাড়ল তার পোশাক। অস্কারের মঞ্চে সঙ্গী হলেন তার স্বামী আসের মালিক।

রুপালি গ্রিটারিং হুডেড গাউনে আলাদা করে নজর কেড়েছেন তিনি। ফুল স্লিভ লং ড্রেসটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে মালালার সাজে। প্ল্যাটিনামের কানের দুল, রুপা ও হীরের কাজের এবং সোনার দুইটি আংটি পরেছিলেন এ নোবেল জয়ী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে মালালা জানান, এমন একটি পোশাকে তিনি অস্কারের রেড কার্পেটে আসতে চেয়েছিলেন, যা গোটা বিশ্বকে শান্তির বার্তা দেয়। একইসঙ্গে তাদের ছবি স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট-এর প্রচার করতে চেয়েছিলেন। আর এ আউটফিটে সবারই প্রশংসা কুড়িয়েছেন তিনি।



মন্তব্য