রংপুর প্রতিনিধি:
মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের কথা বিবেচনায় পবিত্র রমজান মাসের পুরোটা সময়ে রংপুর নগরীতে গরুর মাংস সর্বনিম্ন ২৫০ গ্রাম বিক্রি করবেন মাংস ব্যবসায়ীরা। নগরীর মাংস ব্যবসায়ী ও বিভিন্ন বাজার কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে এ সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার (১৬ মার্চ) স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
নগরীর ব্যবসায়ীরা জানান, প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা। এ কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো গরুর মাংস কেনা কমিয়ে দিয়েছে। শ্রমজীবী-কর্মজীবী মানুষ আধা কেজি মাংসও কিনতে পারছেন না। ব্যবসায়ীরা আধা কেজির নিচে মাংস বিক্রি করতে না চাওয়ায় মাংস হাতের নাগালের বাইরে গেছে তাদের। এ সব বিবেচনায় রমজানে ২৫০ গ্রাম মাংস বিক্রি করার আহবান জানান মেয়র। আর সেই আহবানে সাড়া দিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সিটি করপোরেশনের মনিটরিং টিম মাঠে কাজ করবে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রশাসনের সহায়তা নেওয়া হবে। ২৫০ গ্রাম মাংস বিক্রি না করলে সংশ্লিষ্ট মাংস ব্যবসায়ীর লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছের রসিক মেয়র।
বিডে/এমকে