ঢাকা - মার্চ ৩০, ২০২৩ : ১৬ চৈত্র, ১৪২৯

নির্বাচনে আসবেও না, নির্বাচন করতেও দেবে না: ওবায়দুল কাদের

বাংলাদেশ২৪অনলাইন
মার্চ ১৫, ২০২৩ ২১:৩০
১২ বার পঠিত

বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের কার্যক্রমে বোঝাচ্ছে- তারা নির্বাচনে আসবেও না, নির্বাচন করতেও দেবে না। নির্বাচন ঠেকাতে একটা চক্রান্ত শুরু হয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে মত্ত হয়ে উঠেছে তারা।

বুধবার (১৫ মার্চ) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় এ সব কথা বলেন। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের এ সভা হয়।

নির্বাচনে কোনও খারাপ কিছু ঘটলে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের প্রতিক্রিয়া ওবায়দুল কাদের বলেন, তার মানে নির্বাচনের সময় খারাপ কিছু ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। ২০১৩-১৪-১৫ সালের মতো অগ্নিসন্ত্রাস, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দিকে ফিরে যেতে চায় তারা।

আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে নিজেরাই পুড়ে যাবেন, বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ১/১১ বিরাজনীতিকরনের যে অশুভ তৎপরতা, সেই বিরাজনীতি করতে চক্রান্ত আবার শুরু হয়েছে। শেখ হাসিনাকে রাজনীতি থেকে হটানোর জন্য বিদেশ থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সামনের দিনগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং, কঠিন। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনেও বিকল্প নেই।যে কোনও মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে ছোটোখাটো বিষয়ে ঐক্যের আভাস দিতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারাতে পারে বাংলাদেশের এমন কোনও ঐক্যবদ্ধ দল নেই।

সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

এমকে



মন্তব্য