নির্বাচনের আগে বিএনপি সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে বিভাজনের রাজনীতি শুরু করে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, রাজনীতিতে বিভেদের এ খেলা আর খেলতে দেওয়া হবে না তাদের। অসাম্প্রদায়িক সব শক্তিকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবিলা করবে আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৪ মার্চ) দেওয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ সব কথা বলেন। তিনি জানান, আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে বিএনপি নেতারা প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক। হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য চিরাচরিত ভঙ্গিতে মিথ্যাচার করছেন।
বিএনপি সর্বদা জনমত যাচাইয়ের গণতান্ত্রিক পন্থা নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায় জানিয়ে জামানত নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রদত্ত বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করলেই বোঝা যাবে- কাদের জামানত থাকবে আর কাদের থাকবে না। বিএনপির প্রতি আহ্বান- নিজেদের সক্ষমতা প্রদর্শনের জন্য তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে।
এমকে