ঢাকা - মার্চ ৩০, ২০২৩ : ১৬ চৈত্র, ১৪২৯

অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টা করছে সরকার: মির্জা ফখরুল

বাংলাদেশ২৪অনলাইন
মার্চ ১৩, ২০২৩ ১৭:২৩
২৫ বার পঠিত

বর্তমান সরকারকে মানুষের ভোট ও মত প্রকাশের অধিকার হরণকারী ও জনদর্ভোগ সৃষ্টিকারী অভিহিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা পরিকল্পিতভাবে ‘অশান্ত পরিবেশ’ সৃষ্টির অপচেষ্টা করছে।

সোমবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানান। রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিবৃতি দেন।

মির্জা ফখরুল বলেন, রাজশাহীতে পুলিশের নির্বিচার গুলি ও হামলায় শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ হাসপাতালে মৃত্যুর মুখোমুখি হয়েছে। এখন দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। সাধারণ মানুষের ওপরও গুলি চালাতে কুন্ঠাবোধ করছে না আইন শৃঙ্খলা বাহিনী। পঞ্চগড়ে বিনা উসকানিতে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে ফায়দা লোটার চেষ্টা করছে সরকার। ক্ষমতা হারানোর ভয়ে সরকারের লোকজন উন্মাদ হয়ে গেছে- যোগ করেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব আরও জানান, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে, মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় চলমান গণতান্ত্রিকআন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখে অবৈধ সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তাদের সময় দ্রুত ফুরিয়ে আসছে, এটা তারা বুঝে গেছে। তাই এ আন্দোলনকে নানা নাটকের মাধ্যমে ভিন্ন খাতে নেওয়ার কুটকৌশল চালাচ্ছে।

এমকে



মন্তব্য