ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার টেলিভিশন শো ‘দ্য কপিল শর্মা শো’ সবারই পছন্দের শীর্ষে। এই শোটি বিশেষ করে বলিউড তারকাদের সিনেমা প্রচারের অন্যতম পছন্দের অনুষ্ঠান। তবে এর জন্য বহুবার বিতর্কে জড়িয়েছেন কপিল।
সম্প্রতি আজতাক ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল শর্মাকে সঞ্চালক সুধীর চৌধুরী প্রশ্ন করেন, আপনি কি আপনার শোয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে চান?
জবাবে কপিল শর্মা বলেন, 'ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমার শোয়ে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। ওই সময়ে তিনি আমার প্রস্তাব প্রত্যাখান করেননি। বরং বলেছিলেন, ‘বিরোধী দল এখন যথেষ্ট কমেডি করছে। সুতরাং অন্য কোনো সময় যাব।'
প্রসঙ্গত, কপিল শর্মার পরবর্তী সিনেমা ‘জুইগাতো’। নন্দিতা দাস পরিচালিত এ সিনেমায় সাহানা গোস্বামীর বিপরীতে দেখা যাবে তাকে। ১৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। আর তাই এ সিনেমার প্রচারের অংশ হিসেবে এ সাক্ষাৎকার দেন তিনি।