ঢাকা - মার্চ ৩০, ২০২৩ : ১৬ চৈত্র, ১৪২৯

মহানগর পর্যায়ে ১৮ মার্চ সমাবেশ করবে বিএনপি

বাংলাদেশ২৪অনলাইন
মার্চ ১১, ২০২৩ ১৯:৫৬
১৪ বার পঠিত


বিএনপি দেশে মহানগর পর্যায়ে আগামী ১৮ মার্চ সমাবেশ করবে। শনিবার (১১ মার্চ) রাজধানী ঢাকার নয়াপল্টনে এক মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশে বিদ্যুতের মূল্যবৃদ্ধি, চাল, ডাল, তেল এবং কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবি আদায়ে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

সরকার পতনে তাদের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগরে এ মানববন্ধন করেছে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এ সরকারকে বিদায় নিতে বাধ্য করা হবে।

এমকে



মন্তব্য