আরও খবর
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন কি নির্বাচন করবেন, সেটা আদালতের জাজমেন্টের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, এটা আদালতই ভালো বলতে পারে। খালেদা জিয়া যেখানে আছেন তা আদালতের এখতিয়ার।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের সুবর্ণজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের আরও বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতায় তার শাস্তি স্থগিত করেছেন। তাকে বাসায় থাকতে দিয়েছেন। এর মানে তার সাজা বাতিল বা শাস্তি মওকুফ করা হয়েছে, এটা নয়। তিনি দণ্ড নিয়েই আছেন।
এমকে