আরও খবর
একরে পর এক ক্ষেপনাস্ত্র পরীক্ষা চলিয়ে আসছে উত্তর কোরিয়া। এবার সামরিক মহড়ার অংশ হিসেবে আরও চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ খবর জানিয়েছে। শত্রু দেশের পারমাণবিক আক্রমণ প্রতিহত করতে ক্ষমতা যাচাইয়ে এ পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
উত্তর কোরিয়া এমন সময় এ পরীক্ষা চালালো, যখন ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চলছে। এর মধ্যেই নিজেদের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া হাওয়াসাল-২ নামে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর হামগিয়ং প্রদেশের কিম চেক শহর থেকে কোরিয়ান উপদ্বীপের পূর্ব উপকূলে সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।
আল-জাজিরা