ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

চীনের সাথে বৈঠকে বসতে চান জেলেনস্কি 

বাংলাদেশ২৪অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১৯:৪৭
৩২ বার পঠিত

ইউক্রেনে রুশ অভিযানের শুরু থেকে দেশটিকে সহযোগিতা করে আসছে পশ্চিমা দেশগুলো। অর্থ ও অস্ত্র দেওয়ার পাশাপাশি রাশিয়ার বিরোধিতা করে দেশগুলো ইউক্রেনের পাশে থেকেছে সবসময়। শুধু তাই নয়, রাশিয়াকে চাপে ফেলতে বিভিন্ন সময় নানা নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। তবে সে দলে দেখা যায়নি চীনকে। চীন রাশিয়ার মিত্র হলেও নিজেদেরকে নিরপেক্ষ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে আসছে।

সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি রাজনৈতিক পরিকল্পণা ব্যক্ত করেছে চীন। চীনের সেই শান্তি পরিকল্পণা প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চীনের প্রতিশ্রুত শান্তি পরিকল্পনা আমি দেখিনি। তবে পরিকল্পনাটি মূল্যায়ন করার আগে বেইজিংয়ের সাথে একবার সাক্ষাত করা দরকার।

এদিকে, ইউক্রেন তার ভূখন্ড থেকে রুশ সেনা সম্পূণরূর্পে প্রত্যাহারের দাবি এবং মস্কোর আগ্রাসনের জন্য একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দাবিসহ তার নিজস্ব ১০-দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেছে।

জেলেনস্কি বলেন, ‘আমি মনে করি এটি মূলত অত্যন্ত ভালো একটি ব্যাপার যে চীন ইউক্রেন সম্পর্কে কথা বলতে শুরু করেছে এবং এ সংক্রান্ত কিছু সংকেত পাঠিয়েছে। তাদের প্রস্তাব সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য এখনও আমার জানা হয়নি। সেটা জানার পর আমরা কিছু সিদ্ধান্তে পৌঁছাবো। আমরা চীনের সাথে একটি বৈঠক করতে চাই।’

এদিকে বুধবার শীর্ষ চীনা কূটনীতিক ওয়াং ই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেছেন।



মন্তব্য