আরও খবর
গত বছরের ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। সে হিসাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পুর্ণ হলো। বিশ্বের বিভিন্ন দেশ তাদের মিমাংশা করে দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে যুদ্ধ বন্ধে ভোটাভুটি হয়েছে গতকাল বৃহস্পতিবার। ওই ভোটে ইউক্রেন থেকে সেনা প্রত্যারের পক্ষে ভোট দিয়েছে ১৪১ দেশ।
ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোট প্রদান থেকে বিরত রয়েছে। এছাড়া অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, কিউবা, কঙ্গো, আর্মেনিয়া ও ভিয়েতনাম ইত্যাদি।
রাশিয়াসহ সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। দেশগুলো হলো- বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়া।
আরআই