ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

ইন্দোনেশিয়ায় ৬.৮ মাত্রার ভূমিকম্প

বাংলাদেশ২৪অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১৮:২২
৩৬ বার পঠিত

বিশ্বে একের পর এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানছে। এবার কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শুক্রবার ভোরে দেশটির উত্তর মালুকু প্রদেশে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৬ দশমিক ৮। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল আচেহ প্রদেশের উপকূলীয় জেলা সিংগিলের ৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে। এর গভীরতা ছিল ৩৭ কিলোমিটার। তবে ভূকম্পনের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ভৌগলিক অবস্থার কারণে ইন্দোনেশিয়া বেশ ভূমিকম্পপ্রবণ দেশ। এই দেশে সুনামির ঘটনাতে ব্যাপক প্রাণহানি হওয়ার নজিরও রয়েছে।



মন্তব্য