নতুন করে মিয়ানমারের আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপিয় ইউনিয়ন। সেনাবাহিনী কর্তৃক দেশটির ক্ষমতা দখলের পর ৬ষ্ট বারের মতো এ নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রতিষ্ঠানটি। আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এ নিষেধাজ্ঞার আওতায় দেশটির সেনাবাহিনীসহ জান্তা সরকারের বেশ কয়েকজন কর্মকর্তা, ব্যবসায়ী ও বেশ কয়েকটি প্রতিষ্ঠান পড়বে। সব মিলিয়ে দেশটির ৯৩ জন ব্যক্তি ও ১৮টি প্রতিষ্ঠানের ওপর ইইউয়ের এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ইইউয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হচ্ছে মিয়ারমার সেনাবাহিনীর বিমান হামলা ও অস্ত্র-সরঞ্জাম সরবরাহ সীমিত করা। পাশাপাশি গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা ব্যক্তিদের চিহ্নিত করা।
২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সাং সুচিকে ক্ষমতাচ্যুত করার পর ক্ষমতায় আসে সামরিক বাহিনী। সামরিক বাহিনীর শাসন ব্যাপক সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছে। নির্মমভাবে বিদ্রোহ দমন করছে সেনাবাহিনী। যার জেরে তাদের ওপর বার বার পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে।