ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

আকস্মিক ইউক্রেনে গিয়ে যে বার্তা দিলেন বাইডেন

বাংলাদেশ২৪অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১৪:২৩
৩৭ বার পঠিত

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের এক বছর পূর্ণ হতে যাচ্ছে ২৪ ফেব্রুয়ারি। এরই মধ্যে আকস্মাৎ ইউক্রেন সফর করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সফরে তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নিহত ইউক্রেনিয় সৈন্যদের স্মরণে তৈরি এক স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন। তার সাথে ছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পরিদর্শন শেষে দুই নেতা একসাথে টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে অংশ নেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, “গত বছর ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর সময় প্রেসিডেন্ট পুতিন মনে করেছিলেন ইউক্রেন খুবই দূর্বল এবং পশ্চিমা দেশগুলো বিভক্ত। কিন্তু মি. পুতিন যদি মনে করেন তিনি ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে বিজয়ী হবেন, তাহলে তিনি বিরাট ভুল করেছেন।”

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টের সফরকে স্বাগত জানিয়ে বলেন, “ইউক্রেনিয়ানদের জন্য এরকম সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। তিনি এটিকে যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর বলে বর্ণনা করেন।”

প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের জন্য আরও ৫০ কোটি ডলারের সামরিক সাহায্য ঘোষণা করেন এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করার কথা বলেন।



মন্তব্য