আরও খবর
তাজিকিস্তানে হিমবাহ ধসে এ পর্যন্ত ১৯ জন মারা গেছেন। মধ্য এশিয়ার পার্বত্যঘেরা ছোট্ট এ দেশটিতে ফেব্রুয়ারি ১৫ থেকে ১৯ পযর্ন্ত সাতবার ভূমিধস ও ছয়বার পাথরধসের ঘটনা ঘটেছে। সোমবার জরুরি এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
মৃতদের সকলে আপার বাদাখশানে যেটি চীন, আফগানিস্তান ও কিরগিজস্তান সীমান্ত সংলগ্ন ও পামির পর্বত বেষ্টিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের বাসিন্দা ছিলেন।
দেশটি একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। এ প্রাণহানিতে তিন দশক ধরে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইমামালি রহমনের কাছে সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোসহ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শোকবার্তা পাঠিয়েছেন।