ঢাকা - মার্চ ৩০, ২০২৩ : ১৬ চৈত্র, ১৪২৯

৪০ লাখ ৪ হাজার মামলা বিচারাধীন

বাংলাদেশ২৪অনলাইন
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ০০:০০
৪৪ বার পঠিত

সরকার বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। তারপরও দেশের আদালতে বিচারাধীন রয়েছে ৪০ লাখ ৪ হাজার ৭টি মামলা। এ হিসাব ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর নাগাদ। তবে বিভিন্ন পদক্ষেপের ফলে বিচারধীন মামলা দ্রুত নিষ্পত্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এ তথ্য পাওয়া গেছে আইনমন্ত্রী আনিসুল হকের দেওয়া বক্তব্যে। জাতীয় সংসদের চলমান অধিবশনে বুধবার (১ ফেব্রুয়ারি) প্রশ্নোত্তরে বিচারাধীন মামলার সংখ্যা ও মামলার নিষ্পত্তিতে নেওয়া সরকারের পদক্ষেপ তুলে ধরে বক্তব্য দেন আইনমন্ত্রী। জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন এ সংক্রান্ত প্রশ্ন করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

আইনমন্ত্রী সংসদকে জানান, বিচারাধীন মোট মামলার মধ্যে দেওয়ানি মামলা ১৬ লাখ ৪৭ হাজার ৭৯০টি, ফৌজদারি মামলা ২৪ লাখ ১০ হাজার ৪৪৪টি এবং অন্যান্য মামলা ১ লাখ ১৮ হাজার ১৮৯টি রয়েছে। বিচারকের সংখ্যা বৃদ্ধি, নতুন আদালত সৃজন, আদালতের অবকাঠামো উন্নয়ন, বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি এবং বিচারকদের দেশে-বিদেশে প্রশিক্ষণসহ বিভিন্ন পদক্ষেপের ফলে বিচারধীন মামলা দ্রুত নিষ্পত্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

এমকে



মন্তব্য