ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

হতাশায় ডুবে গেছে বিএনপি: ওবায়দুল কাদের

বাংলাদেশ২৪অনলাইন
জানুয়ারি ৩০, ২০২৩ ১৮:৫৭
৪৮ বার পঠিত

দেশে বিএনপির রাজনীতি ভুলের চোরাগলিতে আটকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, তারা পথ হারিয়ে পদযাত্রা শুরু করেছে। রিমোট কন্ট্রোলে অদৃশ্য নির্দেশে চলা আন্দোলন করে বাংলাদেশে জেতা যাবে না। মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র ঢাকা সফর শেষে হতাশায় ডুবে গেছে তারা।

সোমবার (৩০ জানুয়ারি) বিকালে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন।এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

আওয়ামী লীগ কখনও পালিয়ে যায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ওয়ান ইলেভেনে পালানোর গল্প শুধু বিএনপির আছে। রাজনীতি না করার মুচলেকা দিয়ে পালিয়ে আছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তাহলে এত নাটক করেন কেন

বিএন‌পিরও গলার জোর বে‌ড়ে গে‌ছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মানু‌ষের ম‌নের জোর যখন ক‌মে যায়, তখন গলার জোর বে‌ড়ে যায়। ফাঁকা মাঠে গোল দিতে চায় না আওয়ামী লীগ। তাই বিএনপিকে নির্বাচনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করার আহবান জানান এ সময় ওবায়দুল কাদের।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী। আরও বক্তব্য দেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির প্রমুখ।

এমকে



মন্তব্য