ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

ঢাকায় ৪ দিন পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির

বাংলাদেশ২৪অনলাইন
জানুয়ারি ২৬, ২০২৩ ১৮:২০
৫৫ বার পঠিত

রাজধানী ঢাকার চার স্থানে চার দিনে পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা অনুযায়ী, ৩০ জানুয়ারি যাত্রাবাড়ি থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি । ২৮ জানুয়ারি শাহজাদপুর থেকে আবুল হোটেল এবং ৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

এমকে



মন্তব্য