ঢাকা - মার্চ ৩০, ২০২৩ : ১৬ চৈত্র, ১৪২৯

পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়লে মনের জায়গা বড় হবে শিক্ষার্থীদের

বাংলাদেশ২৪অনলাইন
জানুয়ারি ২২, ২০২৩ ১৯:১৭
৩২ বার পঠিত

শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ে তার জানার ও চেনার পৃথিবীটাকে বাড়াতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। বলেছেন, এতে তাদের মনের জায়গাটি বড় হবে। অনেক সম্পদের সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু. তাদের চিন্তাক্ষমতা বাড়ানোর জন্য এটুকু সহযোগিতা করতে পারি আমরা। পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে রাজধানী ঢাকায় রোববার (২২ জানুয়ারি) ঢাকা বিভাগের ওরিয়েন্টেশন কর্মশালায় এ প্রসঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর বক্তব্যে নতুন বছরের পাঠ্যপুস্তকে ভুল থাকার বিষয়টিও ওঠে আসে। বলেন, যেখানে ভুল আছে সেগুলোর দায়-দায়িত্ব স্বীকার করে তা সংশোধন করতে হবে। পাঠ্যপুস্তক নির্ভুলকরণের এ প্রক্রিয়া অব্যহত থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এমকে



মন্তব্য