মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলে গত বছরের তুলনায় চলতি বছরে ৮৬ হাজার ২৬২ জন বেশি পেয়েছে জিপিএ-৫। এবার পেয়েছে মোট ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন পরীক্ষার্থী। গত বছরে পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।
ফলাফল বিশ্লেষনে জানা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৫ হাজার ৪৫৭ জন এবং ভোকেশনাল ও কারিগরি শিক্ষাবোর্ডে ১৮ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। এবারও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রীরা এগিয়ে রয়েছে, ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিক ফল ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এ বছর সাধারণ শিক্ষাবোর্ডে ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার বেশি। ৮৭ দশমিক ৭১ শতাংশ মেয়েরা, আর ৮৭ দশমিক ১৬ শতাংশ ছেলেরা পাস করেছে। সব বোর্ড মিলে পাসের হার ৮৭ দশমিক ৪৪। প্রসঙ্গত এবছর সব বোর্ড মিলিয়ে ২০ লাখের বেশি শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
এমকে