ঢাকা - জুন ০১, ২০২৩ : ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০

এখন খারাপ সময়ে আছেন বড় ব্যবসায়ীরা: মির্জা ফখরুল

বাংলাদেশ২৪অনলাইন
নভেম্বর ২১, ২০২২ ১৯:১২
৭৬ বার পঠিত

সরকারের অপশাসনে দেশের প্রত্যেক বড় ব্যবসায়ী এখন ‘খারাপ সময়ে’ আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একটি পত্রিকায় প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে এমন মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।

মির্জা ফখরুল বলেন, আজ একটি খবরের কাগজে বড় বড় ব্যবসায়ীদের সমস্যার কথা উঠে এসেছে। প্রত্যেক বড় ব্যবসায়ী বলছেন- তাদের ব্যবসা, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। অবস্থা এমন যে, শ্রমিকদের মজুরি দেওয়ার টাকা পর্যন্ত কাছে থাকছে না। তারা বলছেন- এ সময় প্রণোদনা,কেন্দ্রীয় ব্যাংকের সুবিধা পেলে হয়তো দাঁড়িয়ে থাকতে পারতাম।

দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশকে ডাস্টবিন বানিয়েছে। এটাকে পরিষ্কার করতে হলে সবাইকে নিয়ে করতে হবে। তিনি জানান, এ সরকার হটায়ে জাতীয় সরকার গঠন করা হবে, বিচার ব্যবস্থা ও প্রশাসন সংস্কার করতে হবে। শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে হবে। সভায় উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলীম সভাপতত্ব করেন।

এমকে



মন্তব্য