আরও খবর
দেশে ডেঙ্গু আক্রান্ত ৫ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন, ৭৯৬ জন এ সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য বলছে এ কথা।
কন্ট্রোল রুমের হিসাবে, ভর্তিকৃত ৭৯৬ জনের মধ্যে ৪৫৯ জন ঢাকার এবং বাকি ৩৩৭ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ১৪৪ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৪৫ হাজার ৫৯৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ২৬৭ জন। এখন পর্যন্ত ১৮৭ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।
এমকে