কৃষি আর বিজ্ঞান ও প্রযুক্তি মিলে চার পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জ, নাটোর, শরীয়তপুর ও সাতক্ষীরায় এ সব বিশ্ববিদ্যালয় হবে। এর মধ্যে তিনটিই বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা তথ্য থেকে এ সব জানা গেছে।
এ সব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যেই কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নারায়ণগঞ্জে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোরে হবে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুরে হবে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সাতক্ষীরায় হবে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ সব বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রণয়ন করা হয়েছে। খসড়া আইনের ওপর মতামত দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
এমকে