বাংলাদেশ থেকে সৌদিতে যাওয়া এক নারী গৃহকর্মীকে হত্যার দায়ে তার গৃহকর্তীকে মৃত্যুদণ্ড আর গৃহকর্তাকে ৩ বছর ২ মাস কারাদণ্ডাদেশ দিয়েছে রিয়াদের ক্রিমিনাল কোর্ট। বাংলাদেশ ২৪ অনলাইন ডট কম’র একটি প্রতিবেদেন বলছে এই কথা। খবরটি আমাদের কাছে নিঃসন্দেহে স্বস্তির। কারণ মাঝে-মধ্যেই বিদেশে, বিশেষত মধ্যপ্রাচ্যের দেশে কর্মরত আমাদের দেশের নারী রেমিট্যান্স যোদ্ধাদের নানাভাবে নির্যাতন করার খবর গণমাধ্যমে প্রকাশ হয়। বিশেষ করে যৌন নিপীড়ন খবর বেশি পাওয়া যায়। এই রায় সব পেশার প্রবাসীদের ওপর নির্যাতনের মাত্রা কমাতে দারুনভাবে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করি আমরা।
পেশার মুল্যায়নে নাক সিটকানো মনোভাব আর দেশপ্রীতির ঊর্ধ্বে থেকে, মানুষকে মানুষ হিসেবেই মু্ল্যায়ন আর দোষীকে দোষী হিসেবেই দেখে ন্যায় বিচার নিশ্চিত করা অবশ্যই প্রশংসনীয়। এই রায়ের জন্য রিয়াদের ক্রিমিনাল কোর্টের প্রশংসা করার ক্ষেত্রে কৃপণতা ঠিক হবে না। এই রায় নির্যাতনের শিকার প্রবাসীদেরকে আইনের শরণাপন্ন হতে উদ্বুদ্ধ করবে, মানসিক শক্তি যোগাবে। আমরা চাই বিশ্বের সব দেশেই ন্যায় বিচার নিশ্চিত হোক। ন্যায় বিচারে যেন পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির প্রশ্ন না ওঠে, প্রকৃত দোষীরাই যেন শাস্তি পায়। আর ন্যায় বিচার নিশ্চিত করা গেলেই আপনাআপনি কমবে অপরাধ।