নারায়ণগঞ্জের বাবুরাইলের বাড়িতে ঢুকে পাঁচজনকে খুনের মূল হোতা মাহফুজ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদ উদ্দিন।
এসপি জানান,আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজ হত্যার কথা স্বীকার করেছেন।
গত শনিবার ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইলের বাসায় ঢুকে একই পরিবারের পাঁচজনকে ভারী অস্ত্র দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ওই পরিবারের তাসলিমা, তাঁর ছেলে শান্ত, মেয়ে সুমাইয়া, তাসলিমার ভাই মোরশেদুল ও জা লামিয়া।
এ ঘটনায় পরদিন ১৭ জানুয়ারি দুপুরে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তিনজনকে সন্দেহ করে অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয় আসামির বিরুদ্ধে মামলা করেন।
এ মামলায় এরই মধ্যে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া শরীয়তপুর থেকে নাজমা নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ২৪অনলাইন/টিএম