আরও খবর
গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। এই অস্থিতিশীল অবস্থা রাষ্ট্র, জনগণ ও গণতন্ত্রের জন্য অশনিসংকেত। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত ঐ বিবৃতিতে বলা হয়, দেশে-বিদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপি'র মতো একটি রাজনৈতিক দলকে তুলে ধরার অপপ্রয়াস চালাচ্ছে সরকার। এতে করে সরকারের স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটছে।
বিবৃতিতে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোরও সমালোচনা করেছেন।
বাংলাদেশ২৪অনলাইন/এআর/এমআই